ঈদের ছুটি ৯ দিন (সরকারী), যদি না পাই আমরা (বেসরকারী), তবে প্রশ্নঃ
১। কি কি কারনে সরকার টানা এই ৯ দিনের ছুটি ধার্য্য করল?
২। কেন শুধু সরকারী চাকুরীদের জন্যই এই সুযোগ?
৩। বেসরকারী চাকুরীজীবিরা কি কি কারনে, কেন এই সুযোগ থেকে বঞ্চিত হবে?
৪। আমরা কি তবে সারাজীবন সুবিধাবঞ্চিতই থেকে যাব?
৫। আমরা কি এদেশের সরকারের আইনের, রীতি, নীতির বাইরের জনগন?
আর কদিন পরেই মুসলমানদের খুশির ঈদ। ভাবতেই ভালো লাগছে। পরিবার পরিজনদের সাথে আমরা সবাই মিলিত হব। গ্রামে যাব। গ্রামের সবার সাথে দেখা করব, কুশল বিনিময় করব। আহ্ মনে কি আনন্দ। এবারের ঈদে আমার সরকার আমাকে টানা দীর্ঘ ৯ দিনের ছুটি ঘোষনা করেছে। ধন্যবাদ এদেশের সরকারকে। আমরা মানুষ হিসাবে পরিবারে জন্ম নিয়েও জীবন-জীবিকার তাগিদে পরিবার, পরিজন থেকে অনেক দুরে দেশের আরেক প্রান্তে অবস্থান করি। কারে কারো ক্ষেত্রে মাসে ১ বার তার পরিবারের মানুষদের সাথে দেখা করার সুযোগ মিলেনা। এ যে কি কস্টের! আসছে ঈদে টানা নয়দিনের ছুটিতে আমার প্রিয় মা, বাবা, ভাই, বোন, আদরের সন্তানের সাথে সময় কাটাবো ভাবতেই ভালো লাগছে।
কিন্তু চাচা, মামা আর রাজনৈতিক ব্যাকগ্রাওন্ড না থাকায় আমার শুধু মেধা দিয়ে তো আমি সরকারী চাকরি পাইনি। তাই আমি এখন বেসরকারী চাকুরীজিবী। আমি কি তবে আসছে ঈদে পরিবারের সাথে সময় কাটাতে ৯ দিনের ছুটি পাব না? মনে সংশয় কারন এর আগেরবার ঈদেও সারা বাংলাদেশে সব সরকারী চাকুরিজীবিরা একটানা কয়েকদিন ছুটি পেয়েছিল। পাই নাই শুধু আমরা।
কলুর বলদের মত পরিবার পরিজন থেকে দুরে থেকে আমরা শুধু খেটেই মরছি। যেখানে সরকারী চাকুরেরা সপ্তাহে ২ দিনের ছুটিতে তাদের পরিবার পরিজনদের নিয়ে সময় কাটায় সেখানে আমরা বেসরকারীরা শুধু ১ দিন ছুটি পাই। তার মানে বছরে ৫২ দিন প্রায় দুই মাস আমরা অতিরিক্ত কাজ করি বিনা পারিশ্রামিকে।
রমজান মাসে রোজাদারদের কথা ভেবে এ দেশের সরকার যখন অফিস টাইম কমিয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা করে তখনও আমরা সকাল থেকে ৫ টা পর্যন্ত খেটে মরি। কারো কারো অফিস থেকে বের হয়ে বাসায় পৈাছার আগেই রাস্তায়ই ইফতার করতে হয়। অমানবিক।
সরকার গাড়ী ভাড়া, লঞ্চ ভাড়া দুরত্ব অনুযায়ী কত হবে তাও নির্ধারন করে দেয়। তাই যদি না দিত তবে যে যার ইচ্ছামত ভাড়া আদায় করত। সমাজে অস্থিরতা দেখা দিত। প্রাইভেট সেক্টরের গাড়ি ভাড়া, লঞ্চ ভাড়া আদায়ে (দুরত্ব অনুযায়ী) যদি সরকারী আইন, নিয়ম মানা হয় তবে কেন আমাদের বেসরকারী প্রতিষ্ঠানের মালিকরা সরকারী আইন, নিয়ন কানুনের কোন তোয়াক্কা না করে আমাদের উপর শোষন, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে?
এর কি কোন প্রতিকার নেই?????
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




