কর্নেল তাহেরের বিচারের নথি তলব
Mon 23 Aug 2010
rtnn ঢাকা, ২৩ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- স্বরাষ্ট্র সচিবের কাছে সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১১ সামরিক কর্মকর্তাকে দেয়া সাজা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না মর্মে সরকারের প্রতি তিন সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
এরআগে সামরিক আদালতে দণ্ডিত ইউসুফ আলমের স্ত্রী ফাতেমা বেগম সামরিক আইনের আদেশ ও এর আওতায় গোপন বিচারকে চ্যালেঞ্জ করে একই আদালতে একটি রিট আবেদন করেন।
রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। রিটকারীর পক্ষে আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক শুনানিতে অংশ নেন।
প্রসঙ্গত, সামরিক আদালতে বিচারের মাধ্যমে ১৯৭৬ সালের ১৭ জুলাই কর্নেল তাহেরসহ ১১ সামরিক কর্মকর্তাকে ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




