তুমি সত্যই খু-উ-ব সুন্দরী, যেন অপ্সরী।
মিছে বলছিনে বিশ্বাস কর, অতীতে চলো।
যেদিন তোমাকে প্রথম দেখি, সাথে সখী।
আমি যাচ্ছিলাম লাইব্রেরী, বই হাতে করি।
তারপর...
মাঝে মাঝে দেখা হয়, কথা নয়।
রহস্যময়ী নারী তুমি, ভাবি আমি।
কখন যে চলে গেলে, একা ফেলে।
বিকেলটা এখন একাকী আমার, তারপর ?!
তারপর স্বপ্নের রাজ্যে তুমি, করো পায়চারী।।
(স্বত্বঃ সংরক্ষিত)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৭ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





