ভয় পেয়েছো না কি?
-অস্পৃশ্যতা আমার কাঁপন ধরায় যে!
জানি;তবে
আমি এরকম ছিলাম না মোটে ও
বৃষ্টির জলে আমি ও রোজ পদ্ম হতাম
হলদে পাখির স্পর্শ ছিলো আগে!
আমি হাসলে অনেক চোখ স্থির হয়ে যেত
সুন্দর উপমায় ভাসাত কেউ কেউ!
এখন আর কেউ থামে না।
ইডেন কিংবা বদরুননেসায়
আমি কখনো ছিলাম না;
আমি সবুজ গাঁয়ের এক কলমিলতা
তবুও
ওরা বলেছিলো,যেতে হবে,খুশি করতে হবে।
আমি পারি নি,পারিনি আমি!
এখন রোজ আমায় নিয়ে কত কিছু হয়
গল্প,নিবন্ধ,কবিতা-আরো আরো রসের হাঁড়ি!
কিন্তু ওদের?কিছুই হয় না
ভালোই থাকে;যেমন থাকে আগে-পরে
তাই আমি ও লিখি-পদ্য
চোখের জলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




