কষ্ট গুলো কষ্ট দিতে দিতে ক্লান্ত এখন
অলস দুপুর গড়িয়ে বিকেল এর মৃদু হাওয়ায়
উড়িয়ে নিয়ে যায় পড়েথাকা বাদাম এর খোসাগুলো
এলোমেলো হাওয়ায় উড়ে বেড়ায় বাদাম এর গোলাপি পালক
ঠিক আমার বিক্ষিপ্ত চিন্তার মতো
গাছ থেকে খসে পড়া খয়েরি পাতা শীত এর আগমনী শোনায়
বছর শেষ এর হিসেবে এর সময় এলো হে পুরুষ
কষ্টের পাল্লা যে বড্ডো বেশি ভারী
ভুল সময়, ভুল জায়গা , ভুল সিদ্ধান্ত , ভুল মানুষ
একটি পরশ পাথর খুব প্রয়োজন
কষ্ট গুলোকে সুখে এ রূপান্তরিত করার জন্য।
____________________কষ্ট সময় (অক্টোবর ২০১৬)
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




