আমি বিজয় দেখিনি বন্ধু , আমি দেখছি পঙ্কিল রাজনীতি
বেড়ে উঠা ঠিক যেন স্রোতস্বীনি নদীতে কচুরিপানা
ঝাঁক যেমন ঢেকে দেয় উচ্চ্বসিত যৌবনবতী কে,
আর আমি নষ্ট যৌবন এর উন্মাদনা ঘাড়ে নিয়ে
অগ্রজ পাপ খুঁজতে পঙ্কিল রাজনীতি র পানি আরো ঘোলা করি।
পলিতে ঢাকা পরে, আবেগ দেশপ্রেম , থিতিয়ে পড়া যৌবন এর
সব ভেঙে নুতন করে গড়ার আকাঙ্খা, ভন্ড নেতার রাজনীতি
করে দেয় হিরোইঞ্চি , মাতাল , নষ্ট ভ্রষ্ট, লীলাখেলায় পটিয়সী
কেউ বলে না ফিরে আসার কথা দেখায়না আগামীর সুখ স্বপ্ন
ভিনদেশ এর ষড়যন্ত্র বলে উচ্ছিষ্ট করে থাকে ধ্বংসের আকাঙ্খায়
নষ্ট নেতা মুমূর্ষু দেশের মসনদে বসে দেখে ভবিষৎ আয়েশি জীবন
আর আমায় ইতিহাস স্বাধীনতা উত্তর নষ্ট প্রজন্ম বলে ডাকে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




