ভালোবাসার সপ্তশ্লোক - ২
জাসফ , ১৯ ডিসেম্বর ২০১৬
---------------------------------------
(১)
কল্পনাতে তোমায় নিয়ে
সারা বেলা
আমার যত খেলা।
(২)
মেয়ে তোমায় ঠিক চুমু খাব দেখো
এর পর ভো দৌড় লাগাবো একটা।
(৩)
আমি চেয়েছিলাম চুমু খেতে
আর তুমি মুখ ফিরিয়ে নিলে।
(৪)
তুমি ভিনগ্রহের পরী
তাকিয়ে তাকিয়েও নেশা কাটে না।
(৫)
অপ্সরী তোমায় ভালবাসা যায়, ছোয়া যায় না
এ ভালবাসায় পাপ নেই, আছে আক্ষেপ ।
(৬)
অতৃপ্ততা নিয়ে বসে আছি
জলসা ঘরে আর যাওয়া হয়না ।
(৭)
তোমার উড়ন্ত চুমু বাতাসে মিলিয়ে যাবার আগেই
খপ করে ধরে বুক পকেটে ভরে ফেলি ..
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




