নাইবা দিলে ভালোবাসার ছোঁয়া, তবে
ঘুম পরীদের পাঠিয়ে দাও আমার ঠিকানায়
কষ্ট গুলো না হয় থাক নীল খাম এ মুড়ে
সোনালী জোৎস্না স্নাত রাতে একাকী বাজবে
বেহালার করুন সুর আর মাধবীলতার গন্ধ
সাথে নিয়ে রাত জাগা পাখির করুন আর্তনাদ
নষ্ট পুরুষ হাতড়ে বেড়াবে সূরার পেয়ালা।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




