প্রথম আলো পত্রিকাতে প্রায়ই এইখানকার ব্লগগুলো নিয়ে লেখা হত,তারপর সি নিউজ আর কম্পিউটার জগত ম্যাগাজিনে এইখানকার বিজ্ঞাপন দেখলাম।তবে অনেক আগে প্রায় দু বছর আগে হবে,আমি এইখানকার ব্লগ নিয়ে কিছু বিরুপ মন্তব্য শুনেছিলাম,তখন ভেবেছিলাম যে এটা বোধহয় ভাল ব্লগ সার্ভিস না।তবে ধীরে ধীরে দেখলাম যে শুধু ব্লগই না,বিজ্ঞাপন ও কমিউনিটির ওয়েব পোর্টালও চালু হয়ে গেল,আর এই ব্লগ সার্ভিসের জনপ্রিয়তাও বেড়ে গেলো,চারদিকে শুধু এইখানকার ব্লগেরই জয়ধ্বনি শোনা যায়।আর এই ব্লগ সার্ভিসকে টক্কর দিতেই তো প্রথম আলোও তাদের নিজেদের ব্লগ সার্ভিস চালু করল,কিন্তু প্রথম আলো ব্লগের চেয়ে এইখানকার ব্লগের ইন্টারফেসটা বেশ ভালো,ব্যবহার করতে সুবিধে হয়।
তাই তো আমি আজ এইখানে জয়েন করে ফেললাম।আর লিখেও ফেললাম আমার প্রথম ইন্টারনেটে বাংলা ব্লগ।ভালই লাগছে এইখানে,আশা করি এইখানে আমার ব্লগ লিখার যাত্রা শুভ হবে যদি সবাই আমার সাথে থাকে।
আমার ব্লগ এইখানেই শেষ করছি আজকের মত,আবারও লিখব অদূর ভবিষ্যতে,ততক্ষণ পর্যন্ত শুভ বিদায়,সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
শারিফ শাব্বির

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




