somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর পাড়ে
শুধুই গান গাই। কি আর
করি বলো মাগো, তুমিতো
আর নাই। অন্য গৃহে
থাক তুমি অন্য লোকে
বাস। কেমন করে আমায়
ছেড়ে করছ বসবাস?... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

মানব সন্তান

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৯



 


"মানব সন্তান   "

 আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
মানব সন্তান।
তবে কেন এতো  ভেদাভেদ, 
জাতি ধর্ম নির্বিশেষে? প্রয়োজনে
তো এই আমরাই আবার দেশের ত'রে
বিলিয়ে দিয়েছি প্রান।

ক্ষিধের রাজ্যে আমরা তো সবাই
ক্ষুধার্ত , সেখানে তো নেই কোনো
 ধর্মের হুংকার ।
দেশমাতৃকায় বিলিয়ে দিয়েছি,
শত কোটি প্রাণ, কই, করিনি তো  কোনো
ধর্মের অহংকার ।

আমরা বোকারা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

বিবর্ণ পত্রপল্লব

লিখেছেন জিনাত নাজিয়া, ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

  "বিবর্ণ পত্রপল্লব"

সহপাঠি ছিলাম,দু'জন দু'জনকে
ভালোবাসতাম অসম্ভব।
কিন্তু কেউ কখনো মুখ ফুটে
বলতে পারিনি,
''ভালোবাসি তোমায়'-সেই
মধুময় ছন্দাবৃত
অমোঘবাণী।

চোখে  চোখ রেখে কখনো 
বা দৈবাৎ, মিলন মেলা
হতো  দু'জনায়।
ব্যাস, তারপর যে যে
যার যার মত।
বার্ষিক প্রোগ্রাম অথবা
নাটকপাড়ায়,দেখা যে
হতোনা তা কিন্তু নয়।

মাঝে-মাঝে খুব ইচ্ছা  হতো-আজ
বলব তোমায় ভালোবাসি কত।
সলজ্জ আমি আয়নার সামনে
প্রস্তুতি নেই বারবার,
কিন্তু কেন জানিনা, ওখানেই
থমকে যায় আমার নীরব
ভালোবাসার অহেতুক বীরত্ব।

তোমার ও... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

"শেষ অধ্যায়"

তুমি আমায় দেবতাদের দেয়া
অভিশপ্ত সিসিফাস ভেবোনা,
আসলে আমি হই, জলন্ত কোনো অগ্নিকুণ্ড,
অথবা ভালোবাসার দুরন্ত কোনো
এক দুর্বাঘাস।

যেখানে তুমি নিশ্চেন্তে মুখ ডুবিয়ে
শ্বাস নিতে পার। অথবা তুমি
জানই না, কিংবা বুঝতেই চাওনা,
আমি কি নিখুঁত পরিকল্পনায়
আমার প্রেমকে বাঁচিয়ে রাখি,
যেখানে পরিপূর্ন হয় তোমার
নির্বিঘ্নে বসবাস।

নির্জলা রাত্রির নিকষ কালো
আঁধারের ও জানা ছিলোনা,... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৫

"সিঁথির সিঁদুর "

বাবার ভালোবাসা,মায়ের মমতা
মাখানো সেই ভাতের থালা, বোনের
খুনশুটি আর ছোট্ট ভাইটার
বেহায়াপনা , সবকিছু মুহূর্তে
ভুলিয়ে দিলো কপালজোড়া
এক সিঁদুরের টিপ।

মুখচোরা অমায়িক সেই নদীটির
লাজুক ঢেউ, বাতাসে দোলানো
স্বপ্নের সেই আধভাঙ্গা ডিঙি
নৌকাটা, কখন যেন দীর্ঘশ্বাস
ফেলে খুঁজবে তার সঙ্গীনিকে।
আংগুলের ফাঁকে চুপসে যাবে
লুকিয়ে আনা সেই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০২

"অন্তিম মুহুর্তে " 

কিছুকাল ছিলেম আমি
তোমাদের সনে। আদর ,স্নেহ
ভালোবাসা বাসি,
হ্রদয়ের টানে।
পরিবার টেনে আনে কত কত
না পারা জঞ্জালে। সব ফেলে
একদিন, যেভাবে এসেছি
সেভাবেই যাব চলে।

দায়িত্বের বেড়াজালে  নিজেকে
এখনো খুঁজে  পাই যেন, ভালোবাসার
সেই মেঘমুক্ত  আকাশের
বর্ণিল ঠিকানায়।
তখনই মনে হয়, যারা ছিলো
আপন, কেউ কারো নয়।
সবকিছু... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৯

" জয়ীতা"
কত কষ্টে মেঘ কেটে সেদিন উঠেছিল পূর্নিমা চাঁদ। অমানিশা আঁধারে মুখ লুকিয়ে
কেঁদেছিলো সোনালী প্রভাত।
তুমি কেমন করে যেন বেমালুম
ভুলে গেছ সব। রাতজাগা মধুর
সে অনূভুতি, জোনাক পোকার আলো আঁধারীর সব রোমান্টিক কারুকাজ।
পাখিদের কলকাকলী, মধুর সে উৎসব।
তুমি কি অনূভব করতে পার,
আমার হ্রদয় ভাঙ্গার গান?
কান পেতে শুনতে পাও,... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪০

"নৈ:শব্দ্যের নি:সঙ্গতা"

গোধূলির স্বর্নালী মেঘের অগোছালো
টুকরো গুলো কেবলই হাসপাস
করছিলো, রাতের নিস্তব্দতায়।
একাকী নির্জনে আমার ভালোবাসার
অসহায় অক্ষর গুলো কেন যেন
বারবার, উঁকি দেয়
নৈশব্দ্যের নি:সঙ্গতায়।

হ্রদয়ের গোপনে, ছিলে তুমি
যতনে, কেন তবে ধরা দিলে,
স্বপ্নিল মায়াবী মুগ্ধতায়।
চুপিসারে একাকী আমারে,
রাতজাগা জোনাকির
আলো আঁধারে, আমার
অস্তিত্ব ও মুছে নিলে,অন্যরকম
এক ভালোলাগায়।

আমি তো আমাকে,
হারিয়েছি কবে,... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

কোরবানির ঈদ।

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে জুন, ২০২৩ দুপুর ১:০৯

" কোরবানির ঈদ এবং আমার বাবা"

বাবাকে যখন ঠিকভাবে উপলব্ধি করতে শিখি তখন আমার বয়স সম্ভবত সাত অথবা আট হবে। আমার এখনো মনে আছে সেই সময় একবার কোরবানির ঈদ হয়েছিল খুব বর্ষার সময়ে। বাবা খুব সুন্দর একটা খাসি ছাগল কিনে এনেছিলেন। ছাগলটা দেখতে এতো সুন্দর ছিলো, দেখে আমার খুব মায়া হলো।... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৫৩ বার পঠিত     like!

পৃথিবীর সব মায়েদেরই মনের ভিতর চাপা কিছু কষ্ট থাকে। মা বলেই হয়তো সেই কষ্ট গুলো মনের গভীরে লুকিয়ে রাখে। তেমনই...

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৩ রাত ১০:১১

" মাকে ফিরে পেতে চাই "

আমি আবার আমার সেই মাকে ফিরে
পেতে চাই, যে কিনা আধ ময়লা
আটপৌরে একখানা শাড়ির
আঁচলে ঘর্মাক্ত মুখে
সারাদিন,
গাধার কাটুনি খেঁটে
মুখ লুকিয়ে সবার প্রয়োজন
মিটিয়েছিলো।

আমি সেই মাকে ফিরে পেতে
চাই,
যে কিনা নির্ধিদায়,
নিজের সবচেয়ে শখের শেষ সম্বলটুকু, ফেরত পাবে না
জেনেও সন্তানের হাতে তুলে
দিতে পারে অবলিলায়।
দিন, মাস,বছরে,
অপেক্ষা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২২৬ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫২

" আহবান "
তোর জীবনে অল্প হলেও
আমায় একটু জায়গা দিস।
দু:খের ভাগটা আমায় দিয়ে
সুখের ভাগটা সংগে রাখিস।
তোর জীবনে.........দিস।
তোর থেকে আজ চলে যাচ্ছি,
দূর বহু দূরে।
সংগে আমার নাইবা যাবি,
থাকবি হ্রদয় জুড়ে--২
সুখেই না হোক দু:খে আমায়,
একটু মনে করিস।।
তোর জীবনে......দিস।
এলোমেলো স্মৃতি গুলো
ধরে রাখিস না।
ভুলতে যদি পারিস আমায়
মনে রাখিস না --২
দোষগুলো সব আমার ছিলো,
ক্ষমা করে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

ছোট্ট একটা লেখা

লিখেছেন জিনাত নাজিয়া, ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৩

"স্পর্শের বাইরে "
ঘুম পাখিরা আমায় যখন
আদর করে ডাকে।
স্বপ্নে আমি তখন শুধু
তোমায় নিয়ে থাকি।
খুব সকালে ঘুমের ঘোরে
কেবল ছবি আঁকি, শুধু
তোমার ছবি আঁকি।
দূর আকাশে একলা পাখি
হয়তো চুপটি করে,
খুঁজতে গিয়ে তোমায় যখন
পায়নি আপন করে।
একা একাই তাইতো শুধু,
মেঘবালিকা আপন
মনে কাঁদে।
বাতাস যখন মৃদুমন্দ
দখিন পানে বহে।
মন কেমনের শব্দেরা যে
উদাস... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

ভালো লাগা এক অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ০২ রা মার্চ, ২০২৩ ভোর ৫:২৫

""হার্টবিট "

' স্যার এই আট নাম্বার কেবিনের ফাইলটা মাসুদ স্যার আপনাকে দিতে বলেছেন।এনজিও গ্রামে এই রোগীর তিনটা ব্লক আসছে কিন্তু কিছুতেই অপারেশন করতে চাচ্ছেনা। স্যার আপনাকে ওনার পরিবারের সাথে কাউন্সিলিং করতে... । কথা শেষ করতে না দিয়েই নার্স রেবেকাকে ফাইলটা রেখে যেতে বলে নিজের কাজে মনোযোগ দিলেন ডাক্তার রিশাদ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

মিনি গল্প

লিখেছেন জিনাত নাজিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

"মুখোশ "
"বাবা তোমাকে ছেড়ে তোমার রাজকন্যা চলে যাচ্ছে। হা করে তাকিয়ে আছ কেন বাবা। তুমি আমায় জড়িয়ে ধরে আদর করবেনা। চেয়ে দেখ বাবা চীরদিনের জন্য চলে যাচ্ছি আমি।" ডুকরে কেঁদে উঠলো মেয়েটা। ভিতর টা ছিড়ে যাচ্ছিল আমার, কিন্তু কিছুই বলতে পারছিলাম না, ফ্যালফ্যাল করে চেয়ে আছি, কতক্ষণ মনে নেই।
যখন জ্ঞ্যান... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

গীতিকবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৭

"বিশ্বাস"
একটা বিশ্বাসের হাত চাই।
যে হাতে হাত রেখে
বদলে যাবে আমার
পুরো জীবন টাই।।
একটা...... চাই।

নিশিথীনি একাকিনী আসে
যদি কখনো,
নির্ভয়ে চুপিসারে ভরে
দেবে তখনও।... ( ২)
যদি না কখনো আমি,
এলোমেলো হয়ে যাই।।
একটা...... চাই

জীবনের সুর যদি
ধরে রাখা যায়,
ভরে যাবে দুটি মন
সুরের ছোয়ায়।...(২)
জানি না এমন কোথাও
আমি, পাই কিনা পাই।।
একটা...... চাই।
-------
বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪০২৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ