"নারী, তুমিও মানুষ"
ঘুঙুর বা তবলাতে সুর শুনে,
অহেতুক কেঁপে উঠো তুমি
নাটক বা থিয়েটারে।
একাকী নীরবে কেঁদে চলো
কঠিন এক ভুবনে, যেখানে
তোমার ইচ্ছেরা অনবরত
ঘুরপাক খায় গোলাটে কোনো
এক জলাধারে।
চমৎকার অভিনয়ে চলছে তোমার
প্রনয়, ঘরকন্যা অথবা ড্রয়ারের
ভাজে ভাজে এগোয় তোমার
অহেতুক কারুকাজ।
দায়িত্বের বেড়াজালে আবিষ্কার
করো, অন্য রকম এক আবেগ।
ওয়ার্ডরোবের পরতে পরতে
জড়িয়ে আছে বিবর্ণ এক
ভালোবাসার অনুরাগ।
অথচ একদিন তোমারই ছিলো
অন্যরকম এক বিশাল জগৎ,
যেখানে তুমি আজ শুধুই এক
অচেনা অতিথি।
মানুষ নও, নারী হয়ে জন্মেছো
তো...সুগন্ধ বিলাতে তাই,
নিজেই এখন বর্ণহীন, গন্ধহীন
নীরব এক অভিমানী।
তোমার অস্তিত্ব এখন সুর
তোলে অন্য গীটারে।
ভেতরটা ক্ষয়ে ক্ষয়ে শেষ
হয়ে যায়,অচেনা বাঁশীর সুরে।
শব্দহীন কবিতা গুলো তখন
নীরবে, নিভৃতে কেবলই
ছন্দ হারায়।
ক্রুদ্ধ জলের প্রবল তোড়ে
ছন্নছাড়া ক্লান্তিগুলো কাঁদছে
যেন মানুষখেকো
গাছের ছায়ায়।
--------------
জিনাত নাজিয়া
১১/৯/২০২০ ইং।
বসুন্ধরা।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


