" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনোদিন ও
হারাতে চাইনি, তবুও আজ আমাদের মাঝে পাহাড় সমান দূরত্ব।
নিশ্বাস বন্ধ হয়ে আসলে ও দু'চোখের জলে বৃষ্টি নামলে
ও তোমাকে আর বলা হবেনা, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়।
আর এখন তোমাকে না পাওয়ার আক্ষেপ নিয়ে বাকি
জীবনটা কাটাতে হবে আমাকে।
তোমাকে ছাড়া বেঁচে আছি শুধু,ভালো নেই আমি।
বাস্তবতা সত্যি আমাদের বাঁচতে শিখায়, তবুও বলব-
ভালোবাসা সত্যি খুউব... খুউব সুন্দর।
একদিন সব কিছু ফেলে তুমিই হয়তো বলবে
গোপনে অথবা প্রকাশ্যে, 'ওর মতো এমন করে কেউ
কখনো আমাকে ভালোবাসেনি।' সেদিন হয়তো
আমি এই ভয়ংকর সুন্দর কথাটি নাও শুনতে পারি,
মিশে থাকব আকাশের উজ্জ্বল নক্ষত্রে, তোমার ধরা
ছোঁয়ার বাইরে ,অপরিসীম,অন্তহীন নির্জনতায়।
--------------
১৮/৪/২৫
z
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৫ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


