দূরের কতো কতো জিনিস
কাছে এনে দেখা যায়
মন জানে সেগুলো
দূর থেকে দূরের তারা, নক্ষত্র
ধূমকেতু... আকাশমালা
তবু চোখের অনুভূতি সাক্ষ্য দেয়
নিকট অনুভূতির
ইদানিং ডাক্তাররা বলছেÑ
কোনো দেহে বাইনুকোলার নামে
এক ধরনের রোগ বাসা বাধে
ছোটবেলার ছবি বাইনোকুলারে সামনে এনে
সারা দিন বসে থাকেÑ ক্লান্তিহীন
কে না-জানে শৈশবের বাইনুকোলার
চুরি হয়ে যায় সবার আড়ালে
পরে থাকে অক্ষম, ভাঙা-কাঁচ, ল্যান্স
আর প্লাস্টিকের কথাবার্তা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




