তুমি তো খোদাই করা পেন্সিল
এবড়ো-থেবড়ো তুলিমার্কা শিল্পী
যতো ক্যানভাস তোমার এই দেহ
সব চিত্রগল্প তোমাকে দিয়ে
আঁকা হবে না
আঁকোÑ পোকা খাওয়া সবুজ ধানগাছ
অথবা ডান হাতে মাটির পুতুল
পাঁজরে আঁকো কাকের ঠ্যাং
অথবা বেদেদের ফিরে যাওয়া নৌকাবহর
দিগন্তের সূর্যাস্ত তোমাকে দিয়ে হবে না
যদিও লোকজন খুঁজছে তোমার সেল্ফপোট্রেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




