হরহামেশাই দেখি বাঙালি জাতি কে তুচ্ছ করে দেখে অনেকেই। এই দৃষ্টিভঙ্গির কোনো কারণ আমি খুঁজে পাই না। এর কারণ হিসেবে কি কি হতে পারে তাও বোঝার চেষ্টা করছি অনেক দিন থেকেই । কিন্তু কোনো দিশার কূলকিনারা পাই না। লোকজন কথায় কথায় বলে .. ‘ও... বাঙালি তো...। মনে হয় বাঙালি কোনো জাতই না। তাদের কোনো শিকড়ই নেই। এটা লোকজন নেহাৎই কথার কথা বলে থাকে। কিন্তু আমি এই কথার কথার প্রবণতার কারণ বুঝতে চাই। কেন এটা এমন হলো।
আমাদের দেশের যারা পড়াশুনা করছেÑ মধ্যম মানের একটা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট নিছে তারাও এমন মন্তব্য করেন অনায়াসে। বরং এই মধ্যবিত্ত- অর্ধেক- শিক্ষিত লোকজন এটা বলে থাকেন। কিন্তু কেন বলে এটা আসলেই আমার কাছে অনেক বড় প্রশ্ন। জাতীয় কোনো কিছুকেই আমরা বড় করে দেখতে পারি না। এজন্য কেমন যেন সব খাপছাড়া লাগে।
মধ্যবিত্তকে গালি দিয়ে আরাম পাবার কোনো প্রয়াস আমার নাই। আহমদ ছফা মধ্যবিত্তকে যেমনে দেখছেÑ এই দেখার পর আমার আর সাহস নাই যে বাঙালি মধ্যবিত্তকে একটা চুলকানি মার্কা গালি দেই। ছফা তাদের ব্যথা নিজের চামড়া দিয়ে টের পাইছে। তারে হাজার সালাম।
এখানে ছফা প্রসঙ্গ চলে আসলো। সামনের দিকে আরো আসবে।
তারপরও সকলের কাছে জাতি হিসেবে বাঙালিকে হেয় করার বাতিকতার কারণ হিশেবে কি কি হতে পারেÑ একটু খোঁজ নেয়ার দরকার। বাঙালি তো হুজুগে মাতাল...
বাঙালি তো.. এমন তো করবোই..
মনে হয় বাঙালি জাতিরে এমন মন্তব্য করে নিজেরে কোন জাতে ফেলতে চায় তার সন্ধানও করা যেতে পারে।
মন্তব্যকারী কোন শ্রেণীর তাও অবশ্যই গুরুত্বপূর্ণ।
কোন দৃশ্যে তিনি এই মন্তব্য করেন?
এই বিষযে আমি সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




