আজ ধান্মন্ডি লেকে একখানা মাছ সবাইকে চরম
বিনোদিত করিয়াছে।যেই তরুন তরুনিরা নিজেদের
মজা লুটতে সময় ব্যয় করে সেইখানে একখানা
মাছ তাহাদেরকে সেই বিনোদন,মজার খোরাক
জুগিয়ে দিয়েছে।
কিন্তু তাহার থেকেও বড় ব্যাপার হইল আমি আজ
নারীরুপি ""জাফর উল্লাহ শারাফাত
আমিও মাছ ধরা দেখছি, সেও আমার পাশে দাড়িয়ে
আছে। একটু পরেই ফোন করে তার বয়ফ্রেন্ডকে তার
ধারাভাষ্য শোনাতে লাগল-
এই মাত্র লেকে একটা মাছ ধরা পড়ছে
খুবই উথাল, পাথাল শুরু করছে,মাত্র বরশিওয়ালা
একটা টান মারল কিন্তু মাছের তাতে কিছুই হইল না
মাছখানা খুবই বজ্জাত
জন্যই বলি বাঙালিরা কেন এত বকা ক্যান জোরে
টান মারলেইত হয়
পিছিয়ে,তবে বরশিওয়ালা তার সর্বোচ্চ চেস্টা চালিয়ে
যাচ্ছেন, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে
তাই তুমি আমার সাথেই লাইনে থাই
মাছটা আস্তে আস্তে বরশিওয়ালার কাছে আসছে আর
আস্তে আস্তে তার সুতার দৈর্ঘ্য ওঁ কমে আসছে।
তবে বরশিওয়ালার মাথার বুদ্ধি নিয়ে আমার আবার
প্রশ্ন তুলতে হচ্ছে-কেন সে এত চিকন সোঁতা এইখানে
ব্যাবহার করলেনএত দিন মাছ ধরার পর ও তার
ক্যান এত অভিজ্ঞতার ঘারতি
মাছটা সত্যি খুব কাছে চলে এসেছে, বরশিওয়ালা খুব
পারদর্শিতার সহিত এগিয়ে যাচ্ছেন
জানতাম এই লোকটাই পারবে,এর দারাই মাছটা
উঠান সম্ভব হবে
ও শিট এইটা কি হইল আমি জানতাম সে এই ভুলটা
করবে
আসছে আমি বুঝতে পারছি না,বার বার দেখেও এরা
শিখতে পারে না কেন?
অবশেষে লেক চলে গেল মাছের বাইরে
*আমি বলি আফা সামনের সিরিজে ধারাভাষ্য
দেওয়ার জন্য জাতি আফনারেই খুজতেছে*
নোটঃ পুরো নয় আংশিক সত্য -দৈনিক তালের কণ্ঠ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


