যিনি চিরসবুজ- বার্ধক্য ছুঁতে পারে না।
সূর্যের ময়ুখে গড়া তাঁর পবিত্র হাসি,
মায়াবতী হৃদয় ভরা বিশুদ্ধ কনকরাশি।
দু'চোখ যেন তাঁর উজ্বল তারার জ্যোতি,
গন্ডদেশ জুড়ে গোলাপের রক্তিম দু্যতি।
ঈশ্বর সৃষ্টি করেছেন চমৎকার, প্রিয় মা,
এবং তিনি আমাদের উপহার দিয়েছেন তা।
** Pat O Reilly-র A Wonderful mother কবিতার ভাবানুবাদ।
** ছবির উৎস --- নেট থেকে পেস্ট
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৬ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



