এমনই আমার আপন মাঝে প্রাপ্য

আমি কাাঁদব, আমি সীমাহীন চিৎকার করে কাঁদব।
কেউ শুনবেনা কান পেতেও, তবুও সুতীব্র সে চিৎকার।
নিজ হাতে আপন মনের বাতাসে ছড়াব জীবাণূ বোমা;
ভেঙে যাবেনা, কেবল তিলে তিলে ধ্বসে যাবে আস্তর।
পাথর তো গড়েছি অনেক মনে সেজে বিমুর্ত পাষাণ বিরহ শিল্পী;
পাথরে পাথরে ঘষে ঘষে সজোড়ে দাবানলের আগুন জ্বালাব;
সবুজ সমপদ ধূসর হবেনা, তবুও ভীষন... বাকিটুকু পড়ুন



... 


