লিখে রাখা সময়
এটা কিছুই নয়, কেবল দুঃখ উপভোগ
তোমার গল্পেরা যা জানে না
তা জানে আমার কবিতা।
কতগুলো দুপুর ঝরে গেল তোমার অপেক্ষায়
কেন যেন এই দুপুরেই উজ্জ্বল তুমি
সরু গলি পায়ে হেঁটে তোমার এক একটি উদার চলে যাওয়া—
আমাকে দগ্ধ করে দীর্ণ করে, তোমার চোখ
হ্যাঁ, ইশ্বরের মতো তোমার চোখ দুটো
অসীম উল্লাসে মুহুর্তের চাহনীতে কি মর্মর তরঙ্গ তুলে... বাকিটুকু পড়ুন

