খাবার গুলো খুব গরম,খাওয়া যাচ্ছেনা -
আসন্ন শীতের কথা ভেবে বেশ ভাল লাগছে।
যেমন করে মেজো চাচু
পুলিশের গুলি খেয়ে পানিতে ডুবে গেল,
একটা নাকি আর বেশি -
কতদিন আমি ঐ নদীর পাড়ে গিয়ে দাঁড়াতে চেয়েছি
কিন্তু কেউ আমাকে সে নদীর নামটা বলতে পারেনি।
যদিও ইদানিং খুব একটা খিদে পায় না
তবে খুব পিপাসা লাগে শুধু।
ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থেকে তুমি আগুন নিভাচ্ছো
আর আমি কেমন তলিয়ে যাচ্ছি রক্ত ও সময়ের জলে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



