সময়ের গল্পগুলো মুখর স্রোতে পাড়ি জমায়
লাল- নীল- হলুদ মনের পথে।
অাবহাওয়া ভীষন শীতার্ত বলেই জমে যাওয়া,
হৃদয়ের চাপ ক্ষীন থেকে অারো েবশী ক্ষীন মনে হয়।
অাজ সূর্যসকালে তার সাথে কথা হয়েছিলো বলে
ভুলে যাওয়া এইসব অায়োজন পুনরায়,
এই সন্ধ্যায়, এই ছাঁয়াগন্ধ খেলা
লুপ্ত ক্ষুধায় হঠাৎ জেগে ওঠা স্বপ্নের হাত ধরা
অতঃপর........
মানুষ এমনই; ছাঁয়া, কায়া - দু'য়ের মধ্যে সমূহ ব্যবধান।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



