এটা কিছুই নয়, কেবল দুঃখ উপভোগ
তোমার গল্পেরা যা জানে না
তা জানে আমার কবিতা।
কতগুলো দুপুর ঝরে গেল তোমার অপেক্ষায়
কেন যেন এই দুপুরেই উজ্জ্বল তুমি
সরু গলি পায়ে হেঁটে তোমার এক একটি উদার চলে যাওয়া—
আমাকে দগ্ধ করে দীর্ণ করে, তোমার চোখ
হ্যাঁ, ইশ্বরের মতো তোমার চোখ দুটো
অসীম উল্লাসে মুহুর্তের চাহনীতে কি মর্মর তরঙ্গ তুলে যায়
শোনো প্রেমিক, তোমার স্পর্শ আমাকে জীবিত করে
পথে নামায়, ঘুম ভেঙ্গে দেয়
তোমার স্পর্শে আমি ঠিকানাহীন।
আর তোমার মন, নাম না জানা ঋতুর মতো
আমার বুকে আঁচড়ে পড়ে
সমস্ত সময়গুলোকে পাল্টে দেয়।
রুহিনা ফেরদৌস
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



