একটা মাত্র দেশলাই কাঠি- অার একরাত অন্ধকার।
হেটে হেটে অালো সরে যাচ্ছে-
দেয়াল, দরজার অাড়ালে ঘুমিয়ে থাকা গল্পটা
অাড়মোড় ভেঙ্গে জেগে ওঠে বারবার।
একটা নদী কতদূর দ্যাখে ?
অদ্ভুত অাপোসে স্রোত হাটা শেখে!
ল্যাম্পপোষ্টে মরে থাকা হলুদ অালোতে
কে যেন ভুলে মুখ লুকায়!
হ্্ৃদয়ে জমানো শীতে নিভে যায় উষ্ণতা সব
তবু পথে ঝরা পাতা নিয়ে-
কে মানুষ অাগুন কুড়ায় ?
অচেনা সময়ে - মন ঝাপ দেয় -সমুদ্রে, সহজে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



