নাহ্, আর কষ্ট গুলোকে লিখে রাখা গেলো না!
তুই খুব নির্দ্বিধায় অামার হাত থেকে
বর্ণ গুলোকে কেড়ে নিলি
(আমার প্রিয় বর্ণ 'ম')
আমার সামনের দৃশ্য গুলোকে লুকায়ে,
আমার ছায়া গুলোকে পাথর
আর শব্দ গুলোকে পাহাড় করে দিলি
(আমার প্রিয় শব্দ 'মানুষ')
কিভাবে! কিভাবে মানুষ মানুষকে পাতা দিয়ে ঢাকে!
মানুষ তো জল, মানুষ তো স্বপ্ন,
নদী হয়ে বয়ে বয়ে সমুদ্র হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



