টের পাই সব কিছু একটি সুড়ঙ্গে চলে যাচ্ছে
টের পাই সব কিছু একটি সুড়ঙ্গ থেকে বের হয়
টের পাই প্রতি মুহর্ূতে আমি তোমার হয়ে যাচ্ছি
টের পাই আমার সুড়ঙ্গে আমি একা সবসময়
নিজেকে পুরানো নামে ডাকি
ডাকি নতুন নামেও-
উত্তর আসে না
উত্তর গুলো অন্য কোনো সুড়ঙ্গে বন্দী
অতঃপর পথ হারাই...
ভেসে যায় শহর নদী গ্রাম
ভেসে যায় আকাশ
ভেসে যায় তোমার আমার সমস্ত সময়
ভেসে যায় ইচ্ছেগুলো
জীবন মানে একটা সুড়ঙ্গের মধ্যে আর একটা সুরঙ্গ করে চলা
জীবন মানে অনেকগুলো বন্ধ সুড়ঙ্গের মধ্যে ঘুরতে থাকা
জীবন মানে বন্দী সুড়ঙ্গটা খুঁজতে থাকা
........ ......... ......... ........
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



