‘মৃত্যুর অাগে’
গুলি খাওয়া এক পাখির পড়ন্ত উড়ালে অাছি,
শেষবাবের মতন দেখছি সর্ষের ক্ষেতে এক দল মৌমাছি।
হে বিদায়ী প্রাণ মাটিতে মুখের অাগে বুকটা যেন পড়ে।
শীঘ্রই শিকারী তার হাতের তালুতে শিকার তুলে নেবে।
বিজয়ী চৌকস চোখে অামার দিকে তাকাবে
পায়ে পড়ি প্রাণ ততক্ষণ তুমি থাকো। ... বাকিটুকু পড়ুন

