জলদি মড়ির ভাগা টানতে ছুট লাগাও
ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড ‘সুটকেস গোছান, দ্রুত লিবিয়ায় ছুটে যান।’ স্বৈর-শাসক গাদ্দাফি বিদায়ে বিধ্বস্ত লিবিয়ার পুনর্গঠনের কাজের নামে মড়ির ভাগা বাগানোর জন্য। বিবিসির চ্যানেল রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাদ্দাফিকে উৎখাতে প্রধান ভূমিকা ছিল ব্রিটেনের। এখন ভগ্নপ্রায় লিবিয়াকে গড়ে তোলার কাজের টানাবাজীতে ব্রিটিশ... বাকিটুকু পড়ুন

