স্বপ্ন
একটা স্বপ্ন আকাশ ছুঁয়ে বিশালতায় হাসে,
আরেকটা স্বপ্ন মাইল পেরিয়ে ঘুরে মায়ের পাশে ।
একটা স্বপ্ন নরম হয়ে তুষার হয়ে ঝরে,
আরেকটা স্বপ্ন কিলবিলিয়ে ডেডলাইনে মরে ।
এমন করে অনেক স্বপন, আসে ঝাকে ঝাকে,
রাত বাড়লেই সকল স্বপন তোমায় ঘিরে থাকে । বাকিটুকু পড়ুন









