ভাষা নিয়া প্রথম আলোর এ কেমন বক্তব্য?
ভাষা নিছক কান্না-হাসির বিষয় না। ভাষা সব সময়ই রাষ্ট্র-ক্ষমতা-সংস্কৃতি-আগ্রাসনের অন্যতম হাতিয়ার। আর প্রথম আলো ক্যাম্পেইন করতাছে> ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালবাসি’// প্রথম আলোর এই ভাষ্যে আরেকটা অত্যন্ত দুর্বল দিক হইল> কান্না-হাসির কোনও ভাষা নাই। কেউ কয় না অমুক ইংরেজিতে কাঁদে আর হিন্দিতে হাসে। বরং ভালবাসাবাসির জন্য ভাষা অপরিহার্য।... বাকিটুকু পড়ুন






