বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন অপরারেটরগুলো অকল্পনীয় সব সুযোগ-সুবিধা দিলেও ফ্রি এসএমএস করার সুযোগ কেউ দেয় কি না, সেটা আমার জানা নেই। তবে মোবাইলে না থাকলেও ইন্টারনেটে এমন একটি ওয়েব সাইট আছে, যেখান থেকে বিশ্বের যেকোন দেশের যেকোন মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে এসএমএস পাঠানো যায়। অবশ্য সকল ফ্রির মতো এই ফ্রিতেও শর্ত প্রযোজ্য। তবে সেই শর্ত কঠিন কিছু না। ব্যস্ত হবেন না - আগে ধৈর্য্য ধরে পুরো লেখাটি পড়ুন তারপরে এই লিংক ব্যবহার করে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং এসএমএস করতে থাকুন সম্পূর্ণ বিনামূল্যে।
ফ্রি এসএমএস সুবিধা প্রদানকারী এই সাইটটির নাম এসএমএস সিটি। সাইটটিতে ঢুকে প্রথমে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাকে আপনার নিজস্ব ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। আপনি যদি অন্য কারো ই-মেইল আইডি বা মোবাইল নাম্বার ব্যবহার করেন, তাহলে সেটা কাজ করবে না। কারণ রেজিস্ট্রেশন করার সাথে সাথে এসএমএস সিটি থেকে আপনার ই-মেইলে একটি ভ্যারিফেকিশেন লিংক এবং আপনার মোবাইলে একটি কোড নাম্বার প্রেরিত হবে। ঐ লিংক ওপেন করে নির্দিষ্ট ইনপুট বক্সে আপনার মোবাইলে পাঠানো কোড নাম্বার সাবমিট করে আপনার দেওয়া তথ্যগুলো নিশ্চত করতে হবে। এরফলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং ভবিষ্যতে আপনি যেকোন সময় আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করতে পারবেন এবং ফ্রি এসএমএস পাঠাতে পারবেন।
এসএমএস সিটি থেকে প্রতিদিন একটি করে ফ্রি এসএমএস পাঠানো যায়। আর সেটা পাঠাতে হয় সন্ধ্য 6টা থেকে 7টার মধ্যে। অন্য যেকোন সময় এসএমএস পাঠাতে চাইলে প্রতিটি এসএমএস এর জন্যে 4 ক্রেডিট করে কাটা যাবে। এসএমএস সিটিতে যে কোন মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে 20 ক্রেডিট ফ্রি পাওয়া যায়। কাজেই এই 20 ক্রেডিট ব্যবহার করে অসময়ে পাচটি এসএমএস পাঠানো যাবে। তবে সমস্যা একটাই - এসএমএস ফ্রি পাঠানো হোক বা ক্রেডিট খরচ করে পাঠানো হোক, সেটা প্রাপকের কাছে পৌছবে ঠিক চব্বিশ ঘন্টা পরে।
রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাপ্ত ক্রেডিটের পরিমাণ অবশ্য একটু চেষ্টা করলেই বাড়ানো সম্ভব। সাইন ইন করার আপগ্রেড ক্রেডিট বিভাগে আপনি একটি ইনভাইটেশন লিংক দেখতে পাবেন। এই ইনভাইটেশন লিংকটি আপনি এসএমএস, ই-মেইল বা ওয়েব সাইটের মাধ্যমে অন্যান্যদের জানাতে পারেন। আপনার পাঠানো ইনভাইটেশন লিংক ব্যবহার করে যতটি মোবাইল নাম্বার এসএমএস সিটিতে রেজিস্টার্ড হবে, তার প্রতিটির জন্য আপনার অ্যাকাউন্টে 50 ক্রেডিট করে জমা হতে থাকবে।
কাজেই আপনি এসএমএস সিটির এই ফ্রি এসএমএস সার্ভিসের সংবাদ যতবেশি প্রচার করবেন, ততই আপনার লাভ। সুতরাং দেরি না করে ঝটপট এসএমএস সিটিতে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। যেহেতু ফ্রি এসএমএস করার এই সংবাদটি আপনি আমার কাছ থেকে পাচ্ছেন, কাজেই আশা করছি রেজিস্ট্রেশনটা আপনি আমার ইনভাইটেশন লিংক ব্যবহার করেই করবেন।
লিংকটা হল - http://smscity.com/?rid=502817

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



