
দ্রুত সংবাদ পৌঁছে দিচ্ছে “প্রিয় বরিশাল”
বর্তমান ডিজিটাল যুগে স্থানীয় সংবাদ জানার সবচেয়ে সহজ মাধ্যম হয়ে উঠেছে অনলাইন নিউজ পোর্টাল। ঠিক সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রিয় বরিশাল (Priyo Barishal)। এটি বরিশাল অঞ্চলের খবর ও প্রয়োজনীয় তথ্য নিয়ে গড়ে ওঠা একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম।
প্রথমত, এই প্ল্যাটফর্মটি বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খবর এক জায়গায় তুলে ধরে। পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত আপডেট পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য।
কোন কোন এলাকার খবর পাওয়া যাবে?
প্রিয় বরিশালের মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয় বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলাসহ আশপাশের উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ। ফলে স্থানীয় মানুষের জন্য এটি হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার।
ডিজিটাল মাধ্যমে নিয়মিত আপডেট
এদিকে ওয়েবসাইট ও ফেসবুক পেজ—এই দুই মাধ্যম ব্যবহার করে তারা সংবাদ প্রচার করছে। ফলে পাঠকরা খুব সহজেই যেকোনো সময় সর্বশেষ খবর জানতে পারছেন। এছাড়া ট্রেন্ডিং টপিক ও চলমান ঘটনাও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।
ওয়েবসাইট ভিজিট করতে চাইলে এখানে ক্লিক করুন:
priyobarishal.com
কোনো সংবাদ, তথ্য বা মতামত পাঠাতে চাইলে ইমেইল করতে পারেন:
[email protected]
সবশেষে বলা যায়, স্থানীয় সংবাদকে ডিজিটালভাবে মানুষের কাছে পৌঁছে দিতে “প্রিয় বরিশাল” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বরিশাল অঞ্চলের সর্বশেষ আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

