শরীয়া আইন প্রয়োগ করতে শরীয়া আইন জানা বিচার বিভাগ, সামরিক বাহিনী আর প্রশাসন দরকার। বাংলাদেশে শরীয়তী এতো সরকারী মানুষ কি আছে? আর, শরিয়া প্রয়োগ করার জন্যে যদি একটি রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় মানুষকে পরিবর্তন করে নতুন মানুষ নিয়োগ দিতে হয়, তাহলে, বিশৃঙ্খলা দেখা দিবে না? এতো এতো মানুষ কি কর্মহীন হয়ে পড়তে চাইবে? ফলে, দেশে আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে।
আর, যদি, শরীয়া না জানা সরকারী মানুষদের দিয়ে শরীয়া বা ইসলামী আইন প্রয়োগ করতে চান, তাহলে, সেটা কি ইসলাম সমর্থন করে? খোদা কি তা মেনে নিবেন, হুজুর?
একটু ঝেড়ে কাশুন, হুজুর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

