রাশেদুল হাসান
সেদিন ত্রয়ী জোছনা ডানা মেলেছিল
রাধানগরের নিচিন্তপুরে।
বাডুয়ের গালিচা মাখা সর্পসম রাজপথ
মেঠো পথে দেখা মেঘবালিকার।
মেঘবালিকার মেঘাকাশে শরতের
সাদা মেঘের লুকোচুরি খেলা।
শরৎ প্রিয়ার মুখে লজ্জার শিশির
ঘর্মাক্ত গতর সুনামি দেহে
নিচিন্তপুরে দুচিন্তায় কাটে মেঘবালিকার।
জোছনালোকে শরৎ প্রিয়া
কম্পিত ঠোঁটে ‘আস্সালামু আলাইকুম’
বলেই নিভৃতে প্রস্থান।
শরতাগমনে মনে পড়ে তাকে
চেনা-জানা হল না মেঘবালিকাকে
হাঁটতে লুঙ্গিতে লাগার মত
সালামও লেগে আছে অন্তরে
বাডুয়ের মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




