আমি আর ও খুব ভালো বন্ধু ছিলাম। ও আমাকে সব কথা বলতো আমিও ওকে সব কথা বলতাম। একসময় আমার ওকে ভালো লাগতে শুরু করল, মানে ওর প্রেমে পড়লাম। আমার মনের কথাটা ওকে জানানোর প্রয়োজন মনে করলাম। কিন্তু তখন আমাদের ছুটি ছিলো। ওর সেলে কল করলাম, সেল অফ। আমার আর তর সইছিলো না তাই ওর বাসায় ফোন করলাম। ওর আম্মা বলল, ও গোসল করছে। দুই ঘন্টা পর আবার ফোন করলাম, তখনও গোসল করছে। অনেক বার করলাম কিন্তু ওকে পেলাম না। পাঁচদিন পরে আননোন নাম্বার থেকে ফোন করে ও বলল, দোস্ত বিয়ে করে ফেলেছি। আমি আকাশ থেকে পড়লাম। নিজেকে সামলে আনন্দিত হবার ভান করে বললাম, কখন? কবে? কোথায়? কিভাবে?
বলল কি, পালিয়ে বিয়ে করেছি আমি এখন চিটাগাং-এ।
ওর অ্যাফেয়ার ছিল কিন্তু আমাকে কখনও বলেনি।
তারপর থেকে ঐ নামের কোনো মেয়ে দেখলে আমি প্রেমে পড়ে যাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



