বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ। এদেশে গনতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনায় অনেক দলই অংশ গ্রহন করেছেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে চার দলীয় জোট সরকার। চারদলীয় জোট সরকারের বিদায় তৎকালনি বিরোধী দল মানসকি ভাবে ভাল চোখে দেখেনি।
তাই দেখা যায় চারদলীয় জোট সরকারের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ৫ বছর পূর্তি উৎযাপনে রাজধানীতে সমাবেশ করলে সেখানে বাকশালীরা লগী, বৈঠা আর অস্ত্র নিয়ে যাপিয়ে পড়ে ইসলাম প্রিয় জনতা ও জামায়াতের হাজার হাজার নেতা ও কর্মীর উপর। লগী-বৈঠার আঘাতে প্রান হারায় মেধাবী ছাত্র যথাক্রমে মুজাহিদ, মাসুম, শিপন, ফয়সাল, রফিক এবং চাকুরী জীবী হাবীব ও জসিম । আহত হয়েছে শত শত নেতা-কর্মী এবং পঙ্গুত্ব বরন বরন করেন অনেক মানুষ।
আর যেন এ জাতীয় কোন অসভ্য ইতিহাস বাংলার জমিনে সৃষ্টি না হয়। আর কোন বর্বরোচিত হামলা যেন বাংলার জমিনে না হয়। যারা শাহাদাত বরন করেছে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি , তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভুতি এবং ধৈর্য ধারনের জন্য তৌফিক কামনা করছি । সর্বোপরি যাদের দ্বারা এ জাতীয় ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে তারা যেন দুনিয়াতে শাস্তি পায়, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ যাতে তা দেখতে পায়। আর যদি দুনিয়ার আদালতে বিচার নাই হয়, তা হলে হে আল্লাহ তোমার দরবারে সঠিক ও সুষ্ঠু বিচার কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



