এই লোকারণ্যেই বেশ ভাল থাকা হয়
কি নিদারুন ব্যস্ত সময়
শাখারী বাজার থেকে কাঁটাবন হয়ে পাটুয়াটুলীর পথে
টিকিট কাউন্টার, ক্যানভাসার, হকার,
এমনকি, ফেরিওয়ালার পানেও ভয়Ñ
এ দেশে এখন অপহরণের সোনালি সময়!
নাগরিক সভা, মানববন্ধন, মিছিলের মুখ,
অনশন, ধর্মঘট, আন্দোলন,
জনপ্রতিনিধির প্রতিশ্র“তি, মুখোশে মুখোশময়Ñ
মাটি-মানুষের সেবায়- সেনানির শপথ
কৃত্রিম মনে হয়।
এই গগনমুখী শহরের গলি-গুজি, ছেড়ে আসা
ওভারপাস, আন্ডারপাস, চৌরাস্তার মোড়ে
কিংবা পূণ্যালয়ে পড়ে থাকা জীবন্ত লাশও রহস্যময়।
সবুজ ঘাসের দেশে কি অমানবিক অবক্ষয়!
এদেশে এখন অসাধারন অচেনা সবাই,
সাধারন কেউ নয়।
এ দেশে এখন নিদারুন দুঃসময়?
নিজের ছায়ার পাশে দাড়াতে ভয় হয়,
সহস্র জনতার সমাবেশে আতঙ্কিত হৃদয়Ñ
নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয়,
আর ভীষণ একাÑ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


