কী দীর্ঘ দিন যায়
কী দীর্ঘ রাত যায়
মানুষেরা এত বেশি দিন বাঁচে কেন !
মোমদানীর শরীর চুঁইয়ে আলোটুকু নিচে
নেমে আসতেই হয় আয়ুহন্তারক
অথচ আলোহীন খুব একা
ছায়াহীন ব্যাকুল কলস্বর...
ছায়াদানীর শরীরে বন্দী
অলস রাতের সোপান।
দীর্ঘদিনের ক্লান্তি
বাজুবন্ধে বেঁধে রাখে সোনার শিকল
আহা! মেঘের দেশে চুরি চুরি পাতামাটি সংসার
লুকনো উনুন তার সমস্বরে মেঘের দাম
অন্ধ সাধের দিগন্ত জোড়া
পরাক্রান্ত বোহেমিয়ান।
প্রতিদিন আর্তনাদের বোবা চিৎকারে
ছিন্নভিন্ন হয় চলার লন্ঠন।
২৩ ফেব্রুয়ারি, ২০১৩।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


