ছিলে কোন প্রাচীন গাছের মত
তোমার ডালের সবুজ হারিয়ে গিয়েছিল অনেক দিন
পাতা হীন, ফুল ফল হীন শীর্ণ শুষ্ক শাখা ।
শাখায় ফোটা ফুলেরা ফল, ফল থেকে বীজ—
বীজ থেকে গাছ হয়ে গেছে ।
তবু স্নেহের তরঙ্গ-স্রোত বয়ে যেত ঐ শীর্ণ ডালে
আমি কখনও কখনও পেয়েছি ঈষৎ স্পর্শ তার ।
দেখেছি তোমার ভালোবাসার প্রতিনিধিকে
সে শুধু গড়ে তোলে জীবন, গড়ে সংসার ।
তোমার অস্তিত্ব ছিল মাথার ওপর ছাতার মত
পাতা হীন, ছায়া হীন, তবুও কি অদ্ভুত অনুভূতি ;
অপরিসীম জীবনীশক্তি ছিল তোমার অস্ত্র
আর তাই নিরন্তর জীবন সংগ্রামে পরাজিত হতে হতেও
জয়ী তুমি , মাথা তুলেছিলে গাছের মত
তোমার কাছে হার মেনেছিল মৃত্যুদূতেরা ।
তবু সকলের অলক্ষ্যে তোমার বুকের কোটরে
জানিনা বাসা বেঁধেছিল কোন রাজাকার
যার বেয়নেটের খোঁচা রক্তাক্ত করে দিল সমস্ত হৃদয়
তবু তুমি রয়ে গেলে জয়ী হয়ে মৃত্যুকে হারিয়ে
প্রজন্ম থেকে প্রজন্মে
বীজ থেকে বীজে ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



