নারীর লাজুক কোমলতা দেখেই অভ্যস্ত
তাই নারীশক্তির কাঠিন্য দেখে
গুলিয়ে ফেলে পুরুষ তাকে হিজড়ের সঙ্গে
পরমা প্রকৃতি দশভূজা দুর্গা তবে তার কাছে কি?
শান্ত নদীর কুলকুল স্রোতে প্রাণের আরাম
আর সেই নদীরই উদদাম স্রোত বিদ্যুৎ বানায়
শক্ত পাথুরে জমিতে দাগ কাটা কঠিন
তাই নারী কে ক্লীবলিঙ্গ বানাতে হয়
আর এভাবেই শক্তির অসভ্য প্রতিরোধ করতে গিয়ে
পোষাক পরা সভ্য পুরুষ নগ্ন ,উলঙ্গ হয়ে যায়
আদিম জানোয়ারের মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



