হিংসা অন্ধ করেছে চরিত্রগুলোকে।
অন্যকে শোষণ করে বাঁচা পরজীবিগুলো
নরক নামিয়ে এনেছে এই পৃথিবীতে।
তার মধ্যে বেঁচে আছি আমরা,
বড় হচ্ছে আমাদের সন্তান-সন্ততি।
উন্মত্ত শ্বাপদ যত, নিঃশব্দে রয়েছে ঘাড় গুঁজে
ছোবল মারার অপেক্ষায়।
অকৃতজ্ঞ, পরজীবি এইসব মানুষেরা
আমাদের চারপাশে, মুখোশের আড়ালে
মুখ ঢেকে ভালমানুষ সেজে আছে।
তবু চিনে নিই তাকে ঠিক,
তার কলুষিত নিঃশ্বাস দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



