খুব অন্ধকার রাত্তিরে দরজা খুলে দিয়েছি, তাই
নিকষ কালো অন্ধকার ঢুকে পড়ল আমার ঘরে।
তারপর মাখামাখি হয়ে গেল
আমার বিছানায়,কাপড়ে,শরীরের এখানে ওখানে
সর্বত্র থকথকে কালি।
এখন আর নিজেকে আলাদা করে চিনিনা
আমার এখন কোন রং নেই,গন্ধ নেই,উষ্ণতা নেই,উচ্চতা নেই
আকার ,আকৃতি, কিছুই নেই
আছে শুধু চাপচাপ অন্ধকার
আর ছাপছাপ কালো দাগ।
খুব অন্ধকারে দরজা খুলেছিলাম ,তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



