নতুন ফ্ল্যাটে সাজানো জীবন - -
অনেক উঁচুতে গ্রীলের খাঁচায়
রোদ নেই , শুধু হাওয়া শন শন l
নতুন কিচেনে নতুন খাবার
স্টীলের বেসিনে বাসন ধোবার
কত আয়োজন , করি প্রাণপণ
নতুন বাসাটা পাড়ার মোড়ে ,
নতুন ফ্ল্যাটে তে পাড়া প্রতিবেশী
দেখা হয় রোজ , ভাব নেই বেশী
" হাই " " হ্যালো " তে ই কাজ চলে যায় l
আগে ছিলো বড় গায়ে পড়া পড়ি
বিনা দরকারে যখন তখন
ও বাড়ির লোক আসত এবাড়ি ,
থাকব এখানে নতুন রকম
ইচ্ছে মতন বকম বকম
অন্য রকম জীবন যাপন
সকালে জিমে তে , বিকেলে পুলে
সময় কাটছে হেলে আর দুলে
সবুজ ঘাসেতে পা ফেলে ফেলে
বিশুদ্ধ হাওয়া খেয়ে
সেদিন সকালে মেয়েটার জ্বর
ওর বাবা গেছে অফিসের ট্যুরে
আমি অস্থির , কি ভাবে কি করি
এখানেতো সব অচেনা আমার
বিকেলে মেয়েটা সংঙ্গা হারায়
কেউ পাশে নেই আমি অসহায় - -
মিতা বৌদি , লালুর মাকে
হটাত্ ই আমার মনে পরে যায়
এর আগে কতো বিপদে পড়েছি
ওরা এসে যেত ঘিরে চারদিক
এখানে সবার দরজা বন্ধ
এখন আমি কি যে করি ঠিক ;
আমার চোখ ফেটে জল করে টল টল
মেয়েটা এবার চোখ মেলে চায়
নতুন বাসটা বুঝিয়েই দিলো
এখানে আমরা কতো অসহায় l
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



