২. চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকেনা, তবু চুমুর মত স্বাদ পৃথিবীতে আর নেই- বনফুল।
৩. চুমু হল সেই জিনিস যা কানো বলা যেতো, না বলে ঠুটে ঠুট রেখে বলা হয়- এডমন্ড রোডস্ট্যান্ড।
৪. যে ভালবাসা অন্তর দিয়ে প্রকাশ করা হয় সেক্ষেত্রে ভাষার প্রয়োজন হয়না- কুশকিন।
৫. সত্য বলার স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শুভন জিনিস- ব্যাকন।
৬. আমি নির্ভুদের মত কথা বলতে লজ্জা পাইনা, কারন আমার জানা দরকার- উইলাম বি সার্প।
৭. মনের দিক থেকে যে দূর্বল সে কার্য ক্ষত্রেও দূর্বল- জন রে।
৮. প্রেমে পড়লে বুকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমানও বুকা হয়ে যায়- স্কট হাসুন।
৯. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু সস্তি দেয়না- বায়রন।
১০. নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা- জন স্টলেন।
পরবর্তীতে দেখুন .....................
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




