চোখের জল শুকিয়ে গেছে বহুকাল
অথৈ সমু্দ্রের লোনা জলে চোখ ভেজালাম অনেকক্ষণ
যদি দু'গন্ড বেয়ে অশ্রু ঝরে
না ! কাঁদাটা একদম ভুলে গেছি ।
গদ্য- পদ্য ছন্দের খেলাও খেলিনা
সুরের ঝংকারেও সায় দিতে পারি না
অথচ ছন্দ সুর বাতাসে ভাসে;
মনের মাটি স্পর্শ করে এক পাল উত্তাল হাওয়া
বিক্ষুব্ধ সমুদ্রকে বড্ড আপন মনে হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



