চোখে ছিল এক রাশ জল জ্যান্ত স্বপ্ন,
স্বপ্নগুলো উড়ছিল বাতাসে পেঁজা তুলোর মতন
বেরিয়ে আসছিল কবিতা হৃদয় গলে ।
এক সময় আমি পৌঁছে গেলাম
কবিতার সবুজ চারণ ভূমিতে,
শিশির ভেঁজা তৃণের আলতো ছোঁয়ায়
আমার কবিতা পেলো নতুন মাত্রা ।
কবিতার ভালবাসায় পার হলাম আরেকটি বাঁক,
হঠাৎ বুকের ভেতর হাজার সুঁচের খোঁচা,
জমে থাকা কবিতা গুলো বেরোবার পথ পায় না,
মনে হয় পথ ভুলে চলে এসেছি কবিতার বধ্যভূমিতে ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



