১৮৫৮ সালে ইংল্যান্ডের ক্রিকেটার এইচএইচ স্টিফেনসন তিন বলে তিন উইকেট পাওয়ায় তার মাথায় সম্মান দেখিয়ে একটি হ্যাট পড়িয়ে দেওয়া হয়েছিলো সে থেকে হ্যাট্রিকের শুরু গুরু ।
.
সেই সম্মানের হ্যাটটি শেষ খবর পাওয়া পর্যন্ত যার মাথায় উঠেছিলেন তিনি হলেন কিউটের ডিব্বা তাসকিন ভাইয়ের মাথায় ॥
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের ম্যাথ আর পরিসংখ্যানে আমারও একটি হ্যাট্রিক আছে ! মার্কশিটে গোল করে লিখে রেখেছি হ্যাট্রিক !
.
ক্রিকেট ভালোবাসলে যা হয় আরকি ! প্রেমেও হ্যাট্রিক করতে ইচ্ছে করে এমন কি বিয়ে করেও
.
অনেকে মনে মনে জনৈক আমাকে এখন লুইচ্চা বলা শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলবো,
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে যখন মিডিয়ায় তোলপাড় তখন তিনি রম্য করে বলেছিলেন এবার বিয়ে করলে হ্যাট্রিক হয়ে যাবে ।
.
পৃথিবীর অন্যতম সেরা অনলাইন কোম্পানী আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিনবার ফেইল করে হ্যাট্রিক করেছিলো ।
.
আজকের দিনে আমার অফিসে তিনবার বিদ্যুত গিয়েও হ্যাট্রিক হয়েছিলো ॥
.
আজ একটি মেয়েকে তিনবার ফোন করেছিলাম রিসিভ না করে সে ও হ্যাট্রিক করেছিলো ।
.
মজার ব্যাপার হলো এর আগে তিনবার বাংলাদেশ তিনশ রান তাড়া করে জিতেছিলো ! সুতরাং 'দেশ' 'দেশ' 'দেশ' সাবাস বাংলাদেশ /
.
আরো মজার বেপার হলো হ্যাট্রিক করে মেট্রিক পাশ করলে এখন ভাইরাল ।
.
হ্যাট্রিক করেছে জ্বালানীর দাম । দ্রব্যমূল্যসহ শিশু থেকে তরুণ বয়স ।কিন্তু আয় সব সময় হ্যাট্রিক করা বলে তিনবার বোল্ড আউট ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



