হিরো ‘লাগবা বাজি’ এবং হ্যাঁ বাজিতে জিততে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ‘আসল পুরুষ’
.
এগুলো বিজ্ঞাপনের আসল পুরুষ,
.
আসলে আসল পুরুষ ছিলো আমার এক দাদা তার তেরো সন্তান ছিলো সে যখন সন্দ্বীপের আকবর হাটে যেতো লোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো, 'ঐ দেখো আসল পুরুষ যায়'
.
জিম করা বন্ধুটি নতুন বিয়ে করেছে এখন আর তাকে জিমে বুক্ ডাউন করতে দেখা যায় না জিজ্ঞেস করাতে সে বলে আমি এখন আসল পুরুষ বুক্ ডাউন রাতে সেরে ফেলি!
.
তবে একজন আসল পুরুষ হতে হলে বিশটি পুশ আপ কিংবা পনের মিনিটে এক মাইল দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে!
.
আসল পুরুষ লিখে একবার সার্চ করছিলাম ইন্টারনেটে বাকীটা ইতিহাস! দেখলাম সেখানে গরু মোটা তাজাকরণ পক্রিয়া চলছে!
.
আসলে আসল পুরুষ কারা?
.
খোঁজ দি সার্চ আসল পুরুষ...!
.
মুম্বাইয়ে রবি নামের একটি ছেলে যে কিছুদিন আগে সব জেনেশুনে এসিড আক্রান্ত মেয়ে ললিতা বানসিকে বিয়ে করেছিলো অবলীলায়!
.
বিহারে নিজের চোখের সামনে গণধর্ষিতা হওয়া বান্ধবীকে বিয়ে করেছিলেন জনৈক ইঞ্জিনিয়ার!
.
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা হেদার মোসার নিশ্চিত মৃত্যুর মাত্র ১৮ ঘন্টা আগে ডেভ মোসারকে বিয়ে করে নিজের করে নিয়েছিলেন!
.
৩৩ তম বিসিএসে নিয়োগ পাওয়া জেরিন যখন ছিনতাইকারীর কবলে পড়ে পঙ্গু হয়ে যায় তার পাশে থেকে আজো সংগ্রাম করে যাচ্ছেন মুন্তাহিদ ভুঁইয়া,
.
পঞ্চান্ন বছরের দাম্পত্য জীবনের পর ২০০৯ সালে স্ত্রী ওভারলির যখন ব্রেন টিউমার ধরা পড়ে তখন থেকে প্রায় নিঃস্ব হওয়া নিউ ইয়র্কের ৯৯ বছর বয়সী বুড়ো লুথার ইয়ঙ্গার ছয় মাইল পাড়ি দিয়ে মেডিকেলে স্ত্রীকে দেখতে যেতেন বছরের পর বছর!
.
ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে কাদা মাখা পথে হাঁটার সময় স্ত্রীর পায়ে কাদা লাগতে পারে তাই স্ত্রীকে নিজের পিঠে চাপিয়ে কাদা মাখা পথ পার করে শিরোনাম হয়েছিলেন!
.
নেদারল্যান্ডের জেফ ক্রিস্টি অজ্ঞাত পরিচয় পুরুষের হাতে ধর্ষিত হওয়া স্ত্রী জেনিফার সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়ে পিতার পরিচয় দিয়ে বড় করে চলছেন!
.
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা ডাঃ সৈয়দ আব্দুর রশিদ বাবলু যে ত্রিশ বছর যাবত পক্ষাঘাত স্ত্রী'র সেবা করে যাচ্ছেন!
.
ছয় ফুট এক ইঞ্চির স্বামী স্টিভেন ভঙ্গুর হাড় রোগ আক্রান্ত হওয়া দুই ফুট আট ইঞ্চির আমান্ডা ফাইফের সাথে ২০০৭ সাল থেকে প্রেম করে ২০১২ সালে বিয়ে করেছিলেন!
.
দক্ষিণেশ্বরের ফর্টিস হাসপাতালে ২০০৬ সালে নিজের একটি কিডনি দিয়ে স্ত্রীকে বাঁচিয়েছিলেন স্বামী দেবেন্দ্র!
.
বিজ্ঞাপনে, হিরো ‘লাগবা বাজি’ এবং হ্যাঁ বাজিতে জিততে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ‘আসল পুরুষ’
.
কিন্তু,
.
বাস্তবের আসল পুরুষগুলো কি নিয়ে বাজি লাগে?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:০৬