জায়েদ খান সেদিন বললো, আমি যখন ক্যাম্পাস দিয়ে হেঁটে যেতাম সবাই বলতো নায়ক যায় ।
.
হালের অভিনেত্রী শবনম ফারিয়া ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জায়েদ খান হও। তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হবো, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’
.
হেটার্সরা যদিও এটাকে জায়েদ খানের ‘ইরোটোমেনিয়া’ রোগ বলে দাবী করছেন । হয়তো তারা জেলাসিও ।
.
তবে তিনি একটা সত্যি বলেছেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায় । শুধু নায়কদের না সবারই এমন হওয়ার কথা । ইশ্!
.
জায়েদ খানের ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ নিয়ে যারা সন্দেহ পোষণ করছেন তারা হয়তো জানেন না, নিউইয়র্কের ২৫ মেয়ে একসঙ্গে হয়ে তাকে ভিডিও কল দিয়েছে । এটা অবশ্যই লিডিং ক্যাপাসিটির বহিঃপ্রকাশ ।
.
তার দাবী তাকে পেতে অনেক মেয়ে এখনো বিয়ে করছে না । এরপর থেকে নিজেকে জায়েদ খান ভাবতে সালমান, শাহরুখ, আমির খানের একটা ফ্লেভার পাচ্ছি ।
.
তামাম জগতের প্রায় নারীরা নাকি জায়েদ খানে আঁটকায় । এটাতো রীতিমতো ভাইরাল টপিকস্ । বিয়ে না করে কেমনে আঁটকায় সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে যদিও ।
.
যেদিন সে বললো, ‘আমি নাকি জাতীয় ক্রাশ। তারা মন থেকে আমাকে চান। তরুণীদের এমন সাড়ায় আমি অভিভূত।’ সেদিন থেকে আমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে জায়েদ খান হবো এটাই আমার অ্যাম্বিশন হয়ে গেছে ।
.
ঘটনা এখানেই শেষ না । সেদিন মান্জা মেরে একটা দাওয়াতে যাওয়ার আগে বউকে জিঞ্জাস করলাম, আমাকে কেমন লাগছে? বললো, একদম জায়েদ খানের মতো ।
.
খুব রাগ হলো । শেষমেষ বলেই ফেললাম, তুমিও মে বি জায়েদ খানে আঁটকায় গেছো । সে বললো, “এতো রাগ করার কি আছে । আমি কেনো জায়েদ খানে আঁটকাবো । তুমিই তো আমার জায়েদ খান ।”