আসলে কেউ সুখী নয়, কেনো জানেন?
.
আপনার পাশে বউ বসা আপনি তা ফেলে চাকরানীর দিকে তাকিয়ে আছেন! আহারে, আসলে কেউ সুখী নয় ।
.
আপনার হাতে আস্ত একটা বার্গার ধরা অথচ আপনি তাকায় আছেন পিজ্জার দিকে । কেমনে সুখী হবেন ভাই বলেন?
.
মারেএএমা! আইফোন থার্টিন সিলভার কালার পকেটে রেখে ভাবছেন, দেখোনা পাশের ভদ্রলোকের আইফোনের কালার কত সুন্দর! কালো!
.
হিরো আলমের জনপ্রিয়তা দেখে সেফুদা পর্যন্ত জেলাসে মরে যাচ্ছে । আমি কেনো ওর মতো ভিউ পাচ্ছিনা!
.
শুরু করছিলাম বউ রেখে কাজের মেয়ের কথা দিয়ে, ওদিকে তার স্বামী ভাবছে কি সুন্দর ম্যাম সাহবান । গরীব হয়ে আমার জীবনটাই বৃথা!
.
পৃথিবীতে আসলে হচ্ছেটা কি? একজন ভুল আরেকজনের দিকে তাকিয়ে আছে । নিজের কাজ রেখে আরেকজনের কাজে ফোকাস করে আছে । নিজেকে রেখে আরেকজনের সমালোচনা করে দিন কেটে যাচ্ছে!
.
বেন্জামিন গ্রাহামের ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই আছে নাম ‘দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ সেখানে তিনি বলেছিলেন, ‘অন্যমানুষের উপর যার সুখ নির্ভর করে সে কখনো তার পছন্দের কাজ কিংবা পথে চলতে পারবে না । কিন্তু যার সুখ তার উপর নির্ভর করে কে কি বললো, কি করলো, না করলো ব্যতীরেকে সে সত্যি সুখী মানুষ ।’
.
জয়া আহসান নিয়ে ফেসবুকে লেখালেখির কারণে বউ স্যাংশন দেওয়ার পর মাথা খুলে এসব আইডিয়া বের হচ্ছে । ধন্যবাদ বউ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


