এই আন্দোলনের আগে আসিফ নজরুল গংদের থেকেও ইলিয়াস হোসাইন এবং পিনাকী গংরা অনেক বেশী সক্রিয় এবং সেক্রিপাইস করেছে। সত্য বলতে জীবনে তারা সব হারিয়েছে কেবলমাত্র সত্য তুলে ধরতে গিয়ে।
তারা যখন কোন ভিডিও দেয় সেটা আপনি মানেন কিংবা না মানেন ডাস্টবিনে ছুড়ে দিতে পারবেন না। তথ্য উপাত্ত অনুমান ভুল হতেই পারে। আপনারা তার বিপরীতে ভুল ধরিয়ে দিয়ে ভিডিও নিয়ে আসেন। আমরাই সেটা প্রমোট করবো।
কোন তথ্য উপাত্ত প্রমাণ ছাড়া যদি বলে দেন ওদের রিপোর্ট ভুয়া কিংবা অনুমান নির্ভর তাহলে বলবো আপনারা দা*জ্জা*ল কিংবা দলকানা। কারণ দা*জ্জা*ল সত্য জেনেও মিথ্যেকে গ্রহণ করবে এটাই তার বৈশিষ্ট্য হবে।
ইলিয়াস হোসাইন যদি কারো এজেন্ট হয় তার প্রমাণ নিয়ে আসেন। দেখেন জনগন মেনে নেয় কি না?
হাসনাত আর সারজিসকে আপনারা যখন আওয়ামী লীগের প্রোডাক্ট বলেছেন তখন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কিন্তু দিনশেষে যখন দেখলাম তাদের কর্মকান্ড বিপ্লবের পক্ষে তারপর বুকে টেনে নিয়েছি।
ভুল হলে আমাদের সরি বলতে সমস্যা নেই। পিনাকীকেও দুদিন আগে আমি নিজে সমালোচনা করে পোস্ট করেছি। কিন্তু যখন মনে হলো তারা সঠিক বলছে আবার মেনে নিয়েছি।
সত্যের সন্ধান এখানে মূল কথা। কে আসিফ নজরুল অথবা কে ইলিয়াস হোসাইন সেটা আমাদের দেখার বিষয় না। আশা করি দা*জ্জা*লের মতো কানা হবেন না।